নিদ্রা বিভোর শিশুতোষ হৃদয়ে জাগরণের পরশ বুলিয়ে যে আহ্বান- সে তো ‘ইউটার্ন’।
নাস্তিকতা, সুশীল বিড়ম্বনা, নষ্ট চেতনা, জীর্ণ ঈমান ও শীর্ণ আমলের বলয় থেকে ব্যক্তি ও সমাজকে ‘টার্ন’ এনে দিতেই ‘ইউটার্ন’-এর সৃষ্টি।
গল্পের মোড়কে লেখক এই বইতে কথা বলেছেন বহুবিদ বিষয় নিয়ে। সমাজ, পরিবার, কুসংস্কার, অপপ্রচার সহ নানান বিষয়ে আলোচনা পর্যালোচনা। কথা বলেছেন, যুবক, বৃদ্ধ, স্বামী, স্ত্রী, বিভিন্ন শ্রেণির পাঠকদের উদ্দেশ্যে।