শায়খ পির যুলফিকার আহমদ নকশবন্দি হাফিযাহুল্লাহ বর্তমান সময়ের দীনের একজন সমাদৃত দাঈ। তাঁর বয়ান ও নসিহতের মাধ্যমে মুসলিম-অমুসলিম সকলে উপকৃত হচ্ছে। বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় হযরতের প্রদত্ত বয়ানে ফুটে উঠেছে বিভিন্ন ইমানদীপ্ত ঘটনাবলির অপূর্ব সমাহার। তাজা ইমানের ৫০০ গল্প’ বইটি তারই মুখনিঃসৃত বয়ানে আলােচিত ইমানদীপ্ত ঘটনাবলি এবং আরাে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংযােজনপূর্বক সংকলন করা হয়েছে।
বইটিতে মারিফাত, শায়েখের সান্নিধ্য, বিশ্বাস, ভালােবাসা, শিষ্টাচার, সম্পর্ক, বরকত, কারামত, ইমান, অবিচলতা, ইলম, জ্ঞানের সূক্ষ্মতা, সন্তান প্রতিপালন, পবিত্র কুরআন তিলাওয়াত, বায়তুল্লাহর হজ, দোয়া, ইখলাস, অহংকার,
অমুখাপেক্ষিতা, দুনিয়াবিমুখতাসহ ফুটে উঠেছে মনীষীদের ইমানদীপ্ত বহু ঘটনা। যা হৃদয়কে ইমানের প্রতি সুসংহত করবে বলে আমরা আশাবাদী।