• ফুজাইল ইবনে ইয়ায বলেন, প্রকৃত মুজাহিদ আলেম সে নয় যে শাসকের দরবারে গিয়ে ভালো-মন্দ কিছু কথা বলে। পরে যখন শাহী ভোজের দাওয়াত পায় সোজা দস্তরখানে গিয়ে শরীক হয়। সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধকারী প্রকৃত আলেম তো সেই ব্যক্তি যে শাসক থেকে দূরে থাকে।
• ফুজাইল আরও বলেন, কত আলেম রাজদরবারে দীন ও ঈমান নিয়ে প্রবেশ করে আর শূন্য হাতে বেরিয়ে আসে। আল্লাহ যেন আমাদেরকে দীনী পরীক্ষা ও ঈমানের মুসীবত থেকে রক্ষা করেন।
• আরও বলেন, অনেক সময় রাজদরবারে গমনকারী আলেমের মাঝে কিছুটা দীনদারী থাকে। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে রিক্ত হস্তে, নিঃস্ব হয়ে। লোকেরা জিজ্ঞাসা করলেন, কীভাবে? তিনি বললেন, রাজার মিথ্যাচারকে সত্য বলে মাথা নাড়ায়। তার চাটুকারিতা ও মোসাহেবিতে (তোষামোদ) মত্ত হয়।
• আহমদ ইবনে হাম্বল র. বলেন, শাসকের কাছে যাওয়া ফিতনা। তাদের সঙ্গে ওঠাবসা করা ফিতনা। আমরা দূরে থেকেও নিজেদেরকে নিরাপদ ভাবতে পারছি না। কাছে গেলে কী হবে!