সাহাবীগণের আদর্শিক আলোচনা অনেক সময় আমরা এই অজুহাতে পাশ কেটে যাই, তাঁরা রাসূল (ﷺ)-কে দেখেছেন, আমরা দেখিনি। কিন্তু তাবিয়ীগণ? তারা তো আমার আপনার মতোই নবীজিকে না দেখে ঈমান এনেছেন। তা সত্ত্বেও তাদের জীবনাদর্শের দিকে তাকান; দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুই আলোকিত। নবীজির শিক্ষা সাহাবীগণের কাছ থেকে গ্রহণ করে পরবর্তীকালের অনাগত মুসলিমদের কাছে তারাই পৌঁছে দিয়েছেন। পুরুষ তাবিয়ীগণের পাশাপাশি তৎকালীন মহীয়সী নারীরাও ইলম, আমল ও সমরাঙ্গনে কৃতিত্বের সাক্ষর রেখে গেছেন।
এই মহীয়সী তাবেয়ীদের জীবনী অত্যন্ত চিত্তাকর্ষক ও মনোমুগ্ধকর-ভাবে লিখেছেন আরবের সুপরিচিত লেখক আহমাদ খলীল জুমআ। ‘নারী তাবিয়ীদের আলোকিত জীবন’ গ্রন্থে তিনি তুলে এনেছেন ২৫ জন মহীয়সী নারী তাবেয়ীর আলোকিত জীবন। ইসলাম প্রতিষ্ঠায় তাদের অবদান, তাদের ঈমানদীপ্ত জীবনাচার সহ অনেক কিছুই জানা যাবে এই বই থেকে।