মা মা মা এবং বাবা
৳ 187
পৃষ্ঠা : ১৭৬
আমাদের জীবনের চরম মূহুর্তগুলোতেও যখন কেউ পাশে থাকে না, কেউ সাপোর্ট করে না, কেউ সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেয় না, যখন আমরা সর্বহারা নিঃস্ব প্রায়! তখনো মা- বাবা আমাদের ছেড়ে চলে যায় না। এই পৃথিবীতে একমাত্র মা- বাবাই আমাদের সাথে সকল প্রতিকূল পরিবেশে পাশে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের সকলের মা- বাবার দীর্ঘায়ু দান করুন। আ- মীন।
খুব সম্ভবত এই বইটি পড়েছে অথচ চোখে পানি চলে আসে নাই এমন লোক পাওয়া যাবে না! আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সবাই আমাদের মা- বাবাকে ভালবাসি। তবে কিছু ব্যতিক্রমও আছে!
আমরা যারা আমাদের মা- বাবাকে ভালবাসি এবং যারা ঐ ব্যতিক্রম শ্রেণীর ভিতরে বিদ্যমান- উভয়ের জন্যই বইটা একটা রিমাইন্ডার! আমার মতে, মাঝে মাঝে এই রিমাইন্ডার প্রয়োজন। শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে এই রিমাইন্ডার খুব ইফেকটিভ।
আমরা প্রায়ই আমাদের মা- বাবা, বিশেষ করে আমাদের মায়ের সাথে উচ্চস্বরে কথা বলে থাকি! আমি নিজেও মাঝে মাঝে নিজের অজান্তেই এই কাজটা করে ফেলি। তবে এটা অত্যন্ত নেতিবাচক একটা দিক। মা- বাবার মনে কষ্ট দিয়ে এই পৃথিবীতে কেউই সুখী হতে পারে নাই৷ আর পরকালে তো প্রশ্নই আসে না!
বইটা পড়ার পরে এটাই মনে হবে, ইস! যদি মা- বাবার সাথে আরেকটু ভাল ব্যবহার, আরেকটু সহযোগিতা, আরেকটু সম্মান প্রদর্শন করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কতোই না খুশি হবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা এবং মা- বাবার খুশিই তো আমাদের চূড়ান্ত সুখ।
সবশেষে বলতে চাই, “হে আমার রব, তাদের প্রতি সেভাবে দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন- পালন করেছেন।”
In stock
In stock