হযরত আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন— একদা দুজন লোক মরুভূমিতে চলছিল। তাদের একজন আবেদ, আর অপরজন গোনাহগার। পথিমধ্যে গোনাহগার ব্যক্তিটি তার কাছে থাকা একটি পানির পাত্র বের করল। আবেদ লোকটির কাছে কোন পানি ছিল না, ফলে সে পিপাসার্ত হয়ে পড়ল। তখন সে গোনাহগার লোকটির উদ্দেশে বলল, হে অমুক! আমাকে পানি দাও, আমি পিপাসায় মরে যাব। গোনাহগার লোকটি বলল, দেখ, আমার কাছে একটিমাত্র পানির পাত্র আছে, আর আমরা মরুভূমিতে আছি। এখন যদি তোমাকে আমি এই পানিটুকু দিয়ে দিই তাহলে আমি মারা পড়ব। এরপর উভয়ে আবার চলতে থাকল। কতক্ষণ পর আবেদ লোকটি খুবই পিপাসার্ত হয়ে পড়ল। তখন সে গোনাহগার লোকটির উদ্দেশে আবার বলল, হে অমুক! আমাকে পানি দাও, আমি পিপাসায় মরে যাব। গোনাহগার লোকটি বলল, দেখ, আমার কাছে একটিমাত্র পানির পাত্র আছে, আর আমরা মরুভূমিতে আছি। এখন যদি তোমাকে আমি এই পানিটুকু দিয়ে দিই তাহলে আমি মারা পড়ব। এরপর তারা উভয়ে আবার চলতে থাকল। কতক্ষণ পরে সেই আবেদ লোকটি পিপাসায় কাতর হয়ে পড়ে গেল। তখন সে গোনাহগার লোকটির উদ্দেশে পুনরায় বলল, হে অমুক! আমাকে পানি দাও, আমি পিপাসায় মারা যাচ্ছি। তখন গোনাহগার লোকটি মনে মনে বলল, খোদার কসম! যদি এই নেককার লোকটি এভাবে মারা যায় তাহলে আল্লাহর কাছে আমার আর কোন উপায় থাকবে না। এই ভেবে সে কিছু পানি তার উপর ছিটিয়ে দিল এবং তাকে কিছু পানি পান করাল। এরপর তারা আবার মরুভূমিতে পথ চলতে লাগল। চলতে চলতে এক সময় মরুভূমি শেষ হয়ে গেল। রাসুলুল্লাহ ﷺ বলেন, কেয়ামতের দিন যখন তাদের উভয়কে হিসাব নিকাশের জন্য দাঁড় করানো হবে, তখন আবেদের জন্য জান্নাতের ফায়সালা হয়ে যাবে এবং গোনাহগার লোকটির জন্য স্বীয় গোনাহের কারণে জাহান্নামের ফায়সালা হবে। রাসূল ﷺ বলেন, এমন সময় গোনাহগার লোকটি আবেদকে দেখে চিনে ফেলবে। কিন্তু আবেদ লোকটি গোনাহগারকে চিনতে পারবে না। তখন সে আবেদকে ডাক দিয়ে বলবে, হে অমুক! আমি সেই লোক যে তোমাকে মরুভূমিতে একদিন নিজের উপর অগ্রাধিকার দিয়েছিলাম। আজ আমার জাহান্নামের ফায়সালা হয়ে গেছে। অতএব তুমি তোমার রবের নিকট আমার জন্য সুপারিশ কর। তখন আবেদ লোকটি আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করে বলবে, হে আল্লাহ, এই লোকটি নিজের উপর আমাকে অগ্রাধিকার দিয়েছিল। হে আল্লাহ, তাকে আজ আমার জন্য দিয়ে দিন। তখন সেই গোনাহগার লোকটিকে আবেদের সোপর্দ করে দেয়া হবে। ফলে আবেদ লোকটি তার হাত ধরে তাকে নিয়ে সোজা জান্নাতে চলে যাবে।
জান্নাত ও জাহান্নাম
Original price was: ৳ 650.৳ 338Current price is: ৳ 338.
আপনাদের বহু প্রত্যাশিত কিতাব আল্লামা ইবনে কাসীর রহ. রচিত “আন নিহায়াহ ফিল ফিতান ওয়াল মালাহিম”র তৃতীয় খণ্ডের অনুবাদ “জান্নাত ও জাহান্নাম” বইটি মার্কেটে চলে এসেছে৷
এ বিষয়ে আমরা কুরআন ও সুন্নাহর আলোকে জাহান্নামের শাস্তির স্বরূপ তুলে ধরার প্রয়াস পাব। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর আনুগত্যশীল বান্দাদের জন্য জান্নাত ও অমান্যকারীদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন যা বর্তমানে বিদ্যমান এবং কখনই তা ধ্বংস হবেনা।আর এই বই টিতে জান্নাত জাহান্নাম, হাশরের ময়দান, পুলসিরাত, শাফায়াত সংক্রান্ত বিষয়ে অনেক ভালো ভাবে আলচনা করা হয়েছে, যা আমাদের জন্য খুবই জরুরী।
In stock
সকলে সাথে এই বইগুলোও নিচ্ছে
শুধুমাত্র জান্নাত ও জাহান্নাম
In stock
Original price was: ৳ 650.৳ 338Current price is: ৳ 338.
Original price was: ৳ 650.৳ 338Current price is: ৳ 338.