হাসান বসরি রহ.-এর সাথি আব্দুল ওয়াহিদ রহ.-কে বলা হলো, ‘কোন জিনিস হাসান রহ.-কে এই স্তরে উপনীত করল; অথচ আপনাদের মাঝে আরও অনেক আলিম ও ফকিহ ছিলেন?’ তিনি বললেন, ‘তুমি চাইলে আমি তাঁর একটি অথবা দুটি বিষয়ের বর্ণনা দেবো।’ (বর্ণনাকারী বলেন) আমি বললাম, ‘দুটি বিষয়ের বর্ণনা দিন।’ তিনি বললেন, ‘তিনি যে কাজের আদেশ করতেন, নিজেই তা সর্বাগ্রে সম্পাদন করতেন এবং যখন কোনো কিছু থেকে বারণ করতেন, নিজেই সর্বাগ্রে তা থেকে বিরত থাকতেন।’ আমি বললাম, ‘আরেকটি কী?’ তিনি বললেন, ‘গোপন বিষয়ের সাথে প্রকাশ্য বিষয়ের সাদৃশ্যের ক্ষেত্রে তাঁর চেয়ে অগ্রগামী কাউকে আমি দেখিনি।’
* হাসান বসরি রহ. বলতেন, ‘যদি তুমি প্রয়োজন পরিমাণ দুনিয়া কামনা করো, তবে খুব অল্প পরিমাণই তোমার জন্য যথেষ্ট। যদি প্রয়োজন অতিরিক্ত দুনিয়া পাওয়ার আশা রাখো, তবে দুনিয়ার কোনো কিছুই তোমার জন্য যথেষ্ট হবে না।’
* তিনি বলতেন, ‘হে প্রতারিতের দল, দুনিয়া হলো পচা লাশ। তার প্রেমিকেরা কুকুরের মতো তাকে খুবলে খুবলে খায়। এভাবে দুনিয়া তার প্রেমিকদের তার জন্য পরস্পরকে হত্যা করায়, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। যে তার প্রতি আসক্ত হয়েছে, সে অপদস্থ ও লাঞ্ছিত হয়েছে। আর যে তা থেকে বিরত রয়েছে, সে সম্মানিত ও মর্যাদাবান হয়েছে।’