চোখে দেখা যায় না—এমন একটি জীবাণুর ভয়ে পৃথিবীর মানুষ আজ ঘরের কোণে আশ্রয় নিচ্ছে।
কিন্তু শেষবিচারের দিন যখন জাহান্নামের বিকট গর্জনে কলিজা ফেটে যেতে চাইবে, সূর্যের প্রচণ্ড উত্তাপে মাথার তালু ফেটে মগজগুলো টগবগ করতে থাকবে—তখন মানুষগুলো কোথায় আশ্রয় নেবে?
একমাত্র রব ছাড়া সেদিন আর কোনো আশ্রয়দাতা থাকবে না। যাদের জন্য আজ তুমি সেই রবকে ভুলে আছ, সেদিন এরা সবাই তোমাকে ভুলে যাবে। তোমাকে অস্বীকার করবে। এমনকি—তোমাকে জাহান্নামে ফেলে দেয়ার বিনিময়ে হলেও নিজের মুক্তি কামনা করবে। সেই দিনটি বড়ই স্বার্থময় একটি দিন। যা হবে আজকের দিনের পঞ্চাশ হাজার বছরের সমান।
হে মানুষ! ফাফিররু ইলাল্লাহ! ফিরে এসো তোমার রবের প্রতি।