বলছি শোন! আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ এর নাম তোমরা সবাই শুনেছো। তোমাদের আব্বু- আম্মু, নানা-নানু, দীদা-দাদুর কাছে তাঁর সম্পর্কে অনেক কিছু জেনেছো। আবার অনেক কিছু জানতে চেয়েও ঠিকমত জানতে পারোনি। তোমাদের সেই সব প্রশ্নের উত্তর রয়েছে বইটিতে। বইটির নাম কি দিয়েছি, জানো? নাম দিয়েছি “ছোটদের নবীজি” (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।
আর তোমাদের জন্য এই বইটি কে লিখেছেন জানো? লিখেছেন তোমাদের এক চাচ্চু। তাঁর নাম “মাহমুদুল হক জালীস।” তোমরা তোমাদের এই চাচ্চুর জন্য দুআ করবে। আর আব্বু-আম্মুকেও বলবে চাচ্চুর জন্য দুআ করতে। আমাদের জন্যও তোমরা সবাই প্রাণখুলে দুআ করবে, কেমন?