জীবনে স্বাচ্ছন্দ্য আর বিপদ যেন যুগপৎ আসে। এজন্যেই হয়তো বলা হয় শোকর আর সবর হলো দুই ভাই। আমাদের আশেপাশে এমন কত ঘর আছে যেখানে দুদিন আগেও বইছিল স্বস্তি আর শান্তির সুশীতল বাতাস। অহর্নিশ বিপদের ঝাঁপটায় তারাই আজ দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে। আমাদের জীবনেও তো কতশত বিপদ আসে, আসবে।
.
দ্বীন পালনের পথটা তো আরও বেশি বিপদসংকুল। বিপদের সময় সালাফদের ঈমান বেড়ে যেত, অথচ আমাদের ঈমান হয়ে যায় নিভু-নিভু। অনেকে তো সামান্য বিপদে পড়েই দ্বীন পালনে বিতৃষ্ণ হয়ে যান, হারিয়ে ফেলেন আল্লাহর ওপর তাওয়াক্কুল, তাকদীরে বিশ্বাসের ভিত হয়ে পড়ে নড়বড়ে।
.
বিপদ বেশিরভাগ সময়ই আবির্ভুত হয় পরীক্ষারূপে। আমাদের একটু সতর্কতা বিপদরূপী সেই ঘন কালো মেঘকে রহমতের বারিধারায় পরিণত করতে সক্ষম । অন্যদিকে আমাদের সামান্য অসতর্কতার দরুণ সেই বিপদ কালবৈশাখীর রূপ ধারণ করতে পারে, ধ্বংস করে দিতে পারে আমাদের দুনিয়া এবং আখিরাত।
.
সর্বোপরি, আমাদের সম্পূর্ণ উম্মাহই আজ বিপদের ঘোর অমানিশায় দিন কাটাচ্ছে। মুসলিমরা সিরিয়াতে বোমার আঘাতে কেউ মরছে, চীনে কারারুদ্ধ হচ্ছে আর আরাকানে হয়েছে গণহত্যার শিকার। সাফল্যের সূর্যোদয় তো তখনই হবে যখন আমরা সেই বিপদরূপী অন্ধকারের স্বরূপ অনুধাবন করতে পারব। এ বইয়ে সেই অন্ধকার কাটানোর জন্যে প্রয়োজনীয় কিছু দিঙ্নির্দেশনা দেয়ার প্রয়াস চালানো হয়েছে যাতে আমরা কঠিনতম বিপদের মুহূর্তেও অবিচল থাকতে পারি।
.
বিপদের বাস্তবতা, বিপদের পরিচয় ও ফযিলত এবং পরীক্ষার সময় অবিচল থাকার উপায়সমূহ এই বইয়ের প্রধান আলোচ্য বিষয়। বিপদ এবং দুঃখ-দুর্দশার সময় কীভাবে একজন মুসলমান সঠিক দৃষ্টিভঙ্গি, উত্তম আচরণ এবং দৃঢ় মানসিকতার দ্বারা সবচেয়ে উত্তম পুরস্কার অর্জন করে নিতে পারে তা কুরআন-সুন্নাহর আলোকে এখানে আলোচনা করা হয়েছে।
.
#বইয়ের_লেখক_কে?
উত্তর : এ বইতে শায়খ মূসা জিবরীল, উস্তাদ আলি হাম্মুদা এবং উস্তাদা শাওয়ানা এ আযীযের অত্যন্ত সময়োপযোগী অনবদ্য কিছু লেখা সংকলিত হয়েছে।
.
শায়খ মূসা জিবরীল হলেন শায়খ আহমাদ মূসা জিবরীলের পিতা। মদীনা বিশ্ববিদ্যালয়ে শারীআর ওপর উচ্চতর পড়াশোনা করা এ আলেম আমাদের সময়ে হকের এক অতন্দ্র প্রহরী। তাঁর ইলম থেকে উপকৃত হওয়ার জন্য শায়খ বিন বায আমেরিকায় থাকা বিলাদুল হারামাইনের ছাত্রদের উৎসাহিত করতেন। তাঁর ইলমের বারিধারায় সিক্ত হয়েছেন খ্যাতনামা অনেক আলেমে দ্বীন। এ বইয়ে শাইখের বয়ান থেকে সংকলিত লেখাগুলো বিশ্বাসের ভিতে শক্ত গাঁথুনি প্রদান করবে ইন শা আল্লাহ, যাতে তা বিপদের ঝাঁপটায় নড়বড়ে না হয়ে যায়।
.
উস্তাদ আলি হাম্মুদার লেকচারের সাথে অনেকেই পরিচিত। ফিলিস্তিন বংশোদ্ভূত এ দাঈ বর্তমানে যুক্তরাজ্যের আল মানার অ্যাকাডেমিতে কর্মরত। ক্ষুরধার লেখনী ও বুদ্ধিদীপ্ত লেকচারের কারণে ইতোমধ্যেই তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। এ ছাড়াও বইতে সংযুক্ত হয়েছে উস্তাদা শাওয়ানা এ আযীযের চমকপ্রদ কিছু লেখা। নিঃসন্দেহে লেখাগুলো বিপদের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দিবে, প্রদান করবে প্রয়োজনীয় দিঙ্নির্দেশনা।
বিপদ যখন নিয়ামাত (পেপারব্যাক)
Original price was: ৳ 142.৳ 98Current price is: ৳ 98.
Translator:মুহাম্মাদ ইবনে আব্দুল ফাত্তাহ , বিনতে ইবরাহীম
Editor:মুহাম্মদ জুবায়ের
Publisher:সমর্পণ প্রকাশন
Edition:1st Published, 2019
Number of Pages:92
In stock
সকলে সাথে এই বইগুলোও নিচ্ছে
শুধুমাত্র বিপদ যখন নিয়ামাত (পেপারব্যাক)
In stock
Original price was: ৳ 142.৳ 98Current price is: ৳ 98.
Original price was: ৳ 142.৳ 98Current price is: ৳ 98.
বিবরন