মানব জীবনের যাবতীয় বিপদাপদ ও রােগ ব্যাধি হইতে মুক্তি, ব্যবসা-বানিজ্য ও কামাই- রােজগারে বরকত, শত্রু ও হিংস্র প্রাণীর আক্রমন হইতে নিরাপত্তা, চোর-ডাকাতের উপদ্রব ও জ্বিন-ভূতের আছর নিবারণ, বিবাহ শাদী, সন্তান ধারণ, সহজ প্রসব, সন্তানের হেফাজত, জেল হইতে মুক্তি, শস্যক্ষেত্রের হেফাজত, চাকুরীলাভ, ফলহীন বৃক্ষে ফল ধারণ।
এবং জীবনের প্রায় সকল ক্ষেত্রে উন্নতিলাভ ইত্যাদি অসংখ্য বিষয়ে কোরআনী আমল ও তদ্বিরের এক নির্ভরযােগ্য ও প্রামাণিক কিতাব।
Reviews
There are no reviews yet.